Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

গুরম্নত্বপূর্ণ প্রকল্প সমূহ নাম ও সার-সংক্ষেপঃ ১। সেকেন্ডারী এডুকেশান কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) । সার-সংক্ষেপঃ  ভুমিকাঃ সেকায়েপের মূল লক্ষ্যঃ
ক)    মাধ্যমিক স্তরে প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি।
খ)    প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি ও ঝরে পড়া রোধ।
গ)    প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও জবাবদিহিতা গড়ে তোলা।
ঘ)    প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিবিক্ষণ ও মূল্যায়নের সামর্থ বৃদ্ধি।

সেকায়েপের উল্লেখযোগ্য কার্যক্রমঃ
১।    প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ।
২।    প্রকল্পের ব্যান্ড-১ ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ইংরেজি ও গণিত বিষয়ে অতিরিক্ত ক্লাস কর্মসূচি।
৩।    উদ্দীপনা পুরস্কার কার্যক্রম।
৪।    পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী সংক্রান্ত কার্যক্রম।
৫।     উপবৃত্তি ও টিউশন ফি কার্যক্রমঃ
প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে P M T পদ্ধতিতে অতি দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীবৃন্দ নিম্ন বর্ণিত হারে উপবৃত্তি ও টিউশন ফি প্রদানঃ-
শ্রেণী    উপবৃত্তির মাসিক হার    এসএসসি/দাখিল পরীক্ষার ফিস সহায়তা    মোট উপবৃত্তির পরিমাণ (বার্ষিক)    টিউশন ফি    টিউশন ফি (বার্ষিক)
৬ষ্ঠ    ১০০/-    -    ১২০০/-    ১৫/-    ১৮০/-
৭ম    ১২৫/-    -    ১৫০০/-    ১৫/-    ১৮০/-
৮ম    ১৬০/-    -    ১৯২০/-    ১৫/-    ১৮০/-
৯ম    ১৮০/-    -    ২৮৬০/-    ২০/-    ২৪০/-
১০ম    ২০০/-    ৭৫০/-    ৩১৫০/-    ২০/-    ২৮০/-*

*১০ম শ্রেণীর শিক্ষার্থীরা ১৪ মাসের জন্য টিউশন সুবিধা পাবে।
৬।    ইম্প্রুভিং স্কুল ফ্যাসিলিটিজ।
৭।    বিদ্যালয় ব্যবস্থাপনা ও জবাবদিহিতা।                                             

 

 

 

 

২। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প-৪ সার-সংক্ষেপঃ উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের উপবৃত্তি প্রদান কার্যক্রম।