Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

৬ষ্ট শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারী  নীতি মালা অনুযায়ী উপবৃত্তির অন্তর্ভূক্ত করা হয় ।

২। মাধ্যমিক স্তরের ছাত্রীদের বৎসরে ২ কিস্তিতে উপবৃত্তি প্রদান করা হয় ।

৩। উচচ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের বৎসরে ১ কিস্তি করে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে উপবৃত্তি প্রদান করা হয় ।

৪ । সরকারী নির্দেশে শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষন দেওয়া হয়।

৫। সরকারী নির্দেশে ছাত্র/ছাত্রীদের মায়েদের নিয়ে মা সমাবেশ করা হয়।

৬। পর্যায় ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন  করা হয়।

৭। শিক্ষা প্রতিষ্ঠান থেকে জরিপ ফমরসহ বিভিন্ন ফরমে তথ্য সরবরাহ করা হয়।

৮। বৎসরে ২(দুই) বার মনিটরিং এর মাধ্যমে অয্যেগ্য ছাত্র/ছাত্রী চিহ্নিত করা হয়।

৯। টি, কিউ,আই, সিপিডি, এস বি এ, সিকিউ এর উপর শিক্ষকদের প্রশিক্ষন গ্রহণ করা হয়। 

১০। ক্লাস্টারের ভিত্তিতে পর্যায় ক্রমে সেমিনার করা হয়।